ছবিঃ সংগৃহীত
রাজধানীর কলাবাগানে চলমান উত্তেজনার মধ্যে সেনাবাহিনী একটি বুলডোজার আটকে দিয়েছে বলে ফেসবুক পোস্টে দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য।
বুধবার রাতে দেওয়া তার পোস্টে তিনি লিখেছেন—
"কলাবাগানে বুলডোজার আটকাইছে আর্মি। আশেপাশের বাসা থিকা নাইম্যা আসেন সবাই। হাজাতে হাজারে ছাত্র জনতা বুলডোজার ছাড়াইতে আসেন। মেহেরবানী করে এখুনি আসেন। শুভ কাজে বিলম্ব কইরেন না।"
তার এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। আন্দোলনকারীদের একাংশ মনে করছেন, এটি চলমান বিক্ষোভের একটি গুরুত্বপূর্ণ মোড়।
এদিকে, কলাবাগান এলাকায় ঠিক কী ঘটছে এবং সেনাবাহিনীর ভূমিকা কী, তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে বিশ্লেষকদের মতে, এ ধরনের পোস্ট পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।
সূত্র: https://www.facebook.com/share/p/1YcVEFAo1N/
জাফরান