![আজকের রাত রেহান , আবরার, আবু সাঈদ, ইয়ামীন, ফারহান, আর ৫-ই মে-র শহীদের জন্য! আজকের রাত রেহান , আবরার, আবু সাঈদ, ইয়ামীন, ফারহান, আর ৫-ই মে-র শহীদের জন্য!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_cropped-2_11zon-1-2502051525.jpeg)
ছবিঃ সংগৃহীত
ইসলামী লেখক, গবেষক ও অ্যাক্টিভিস্ট আসিফ আদনান তার ফেসবুক স্ট্যাটাসে বিভিন্ন সময়ে নিহতদের স্মরণ করেছেন। তিনি লিখেছেন—
"আজকের রাত রেহান আহসান, আবরার ফাহাদ, আবু সাঈদ, আসহাবুল ইয়ামীন, ফারহান ফাইয়াজ, আর ৫-ই মে-র শহীদের জন্য..."
এই পোস্টের মাধ্যমে তিনি শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন সময়ে নিহতদের স্মরণ করেন।
এদিকে, আজ রাত আটটার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এর আগে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে অংশগ্রহণের প্রতিবাদে ছাত্র-জনতা রাত ৯টায় ‘লং মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ঘোষণা দেয়। পাশাপাশি, ‘বুলডোজার মিছিল’ নামের একটি কর্মসূচিও ঘোষণা করা হয়।
এই পরিস্থিতিতে আসিফ আদনান শহীদদের স্মরণ করে তার অবস্থান স্পষ্ট করেছেন।
সূত্রঃ https://www.facebook.com/share/1XfYJMvaSk/
জেআই