ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

পুড়ছে ধানমন্ডি ৩২ নম্বর

প্রকাশিত: ২১:১৪, ৫ ফেব্রুয়ারি ২০২৫

পুড়ছে ধানমন্ডি ৩২ নম্বর

সংগৃহীত

ধানমন্ডি ৩২-এ ‘২৪-এর বিপ্লবী ছাত্র জনতা’র বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে (৫ ফেব্রুয়ারি)।
 
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বুধবার রাত ৮টার দিকে ‘২৪-এর বিপ্লবী ছাত্র জনতা’ বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা ভবনের ভেতরে ঢুকে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে।

প্রতিবেদন লেখার সময়, ৩২ নম্বর এলাকায় বিপুলসংখ্যক বিক্ষোভকারী মিছিল করছে এবং স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে।

জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভাষণকে কেন্দ্র করে ফেসবুকে ‘বুলডোজার মিছিল’ ও ‘মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচি ঘোষণা করা হয়।

এর আগে, বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদি ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন। প্রথমে রাত ৯টায় কর্মসূচি ঘোষণা করা হলেও পরে তা এগিয়ে এনে রাত ৮টায় শুরু করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য রাত ৮:৩০ মিনিটে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। এতে তিনি লেখেন, "বুলডোজার জোগাড় হয়েছে। চলে আসুন ৩২ নাম্বার, প্লাবনের বেগে আসুন। আকাশ ভেঙে আসুন। ইতিহাসের সাক্ষী হতে আসুন। ইতিহাস গড়তে আসুন।"

আফরোজা

×