ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ধানমন্ডি ৩২

প্রকাশিত: ২০:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:২১, ৫ ফেব্রুয়ারি ২০২৫

ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ধানমন্ডি ৩২

ছবি: সংগৃহীত।

রাজধানী ঢাকার ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির গেট ভেঙে ঢুকে পড়েছে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষুব্ধরা বাড়িটির ভেতর ঢুকে পড়েন।

বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কথা থাকলেও বিক্ষুব্ধ ছাত্র-জনতা নিজের হাতেই ভাঙচুর চালাচ্ছে। বাড়িটির মধ্যে থাকা বঙ্গবন্ধুর ম্যুরালটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে। এছাড়াও ভাংচুর চলছে প্রায় প্রতিটি স্থানে।

এর আগে মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি বুধবার রাতে ছাত্রদের উদ্দেশে বক্তব্য রাখবেন।

এরপর শেখ হাসিনা ভাষণ দিলে বুধবার রাতে ধানমন্ডি-৩২ অভিমুখে “বুলডোজার মিছিল” করা হবে বলে অনেককে ফেসবুকে পোস্ট দিতে দেখা গেছে। 

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এ ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধ ছাত্রজনতা।

বিস্তারিত আসছে.....

সায়মা ইসলাম

×