ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক স্ট্যাটাসে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে রিফাত রশিদ লিখেন, "৩২ নম্বরের কেবলার ইটগুলো খুলে নিয়ে যাতে ছাত্রলীগের নেতারা প্রত্যেকে নিজ নিজ এলাকায় একটা একটা মুজিবমন্দির বানাইতে পারে তার সুব্যবস্থা চলমান..."
তার এই মন্তব্যকে অনেকেই বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি ভেঙে ফেলার পক্ষে সমর্থন বলে মনে করছেন। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
আসিফ