ছবি: সংগৃহীত।
দিল্লীতে বসে ছাত্র-জনতার উদ্দেশ্য শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে আজ রাতে শহরে 'মার্চ টু ধানমন্ডি বত্রিশ' কর্মসূচি পালিত হতে যাচ্ছে। মিছিলটি আজ রাত (৫ ফেব্রুয়ারি) ৮টায় শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি বত্রিশ অভিমুখে যাত্রা করার কথা রয়েছে।
দেশে নৃশংসতম গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আবারও ফুঁসে উঠেছে আপামর ছাত্র-জনতা। দিল্লিতে বসে তার বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্রজনতার উদ্যোগ আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় রাজধানীর ধানমন্ডি-৩২ অভিমুখে বুলডোজার মিছিলের ডাক দেওয়া হয়েছে।
এ বিষয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট মেহেদি হাসান তার ফেসবুক পোস্টে ‘ধানমন্ডি ৩২ কি আজ জয় বাংলা হবে? Now or Never.’ প্রশ্ন তুলে ধরেন। ইতোমধ্যেই এর পক্ষে বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
উল্লেখ্য, বুলডোজার মিছিলের পক্ষে ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় একটু পরপর পোস্ট করে জানিয়ে দিচ্ছেন আর তিন ঘণ্টা,দুই ঘণ্টা।
সায়মা ইসলাম