ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

জামায়াত ফ্র্যাঙ্কেনস্টাইনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে: ফজলুর রহমান

প্রকাশিত: ১৯:৪৯, ৫ ফেব্রুয়ারি ২০২৫

জামায়াত ফ্র্যাঙ্কেনস্টাইনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে: ফজলুর রহমান

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামের চরিত্রে অনেক পরিবর্তন এসেছে। এখন তারা ফ্র্যাঙ্কেনস্টাইনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে— যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরই আক্রমণ করছে।

জামায়াতের বর্তমান আমির ডা. শফিকুর রহমান সম্পর্কে তিনি বলেন, "আমি তাকে চিনি, তিনি জাসদ ছাত্রলীগ করতেন। মাহমুদুর রহমান মান্নার কর্মী ছিলেন।"

তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, বিএনপির প্রতীকে নির্বাচন করে জামায়াত রাজনীতিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। তারা বিএনপির ছায়ায় থেকে রাজনীতি করেছে, কিন্তু এখন মনে হচ্ছে বিএনপির প্রয়োজন নেই, নিজেরাই নির্বাচন করে জয়লাভ করবে।

ফজলুর রহমান অভিযোগ করেন, জামায়াত ও শিবিরের প্রভাব বিস্তারের ফলে বিভিন্ন খাত তাদের দখলে চলে যাচ্ছে।

"তারা ব্যাংক, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় দখল করছে। ভাইস চ্যান্সেলররাও তাদের ছাড়া চলতে পারেন না," উল্লেখ করেন তিনি।

ভিডিও দেখুন: https://youtu.be/yeHlQvcngfw?si=0aU17jcjQUP_sTCI

এম.কে.

×