ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

হাসিনাসহ আ.লীগ নেতাদের বাসভবন ভেঙে শহিদদের ফ্ল্যাট তৈরির দাবি

প্রকাশিত: ১৯:২৮, ৫ ফেব্রুয়ারি ২০২৫

হাসিনাসহ আ.লীগ নেতাদের বাসভবন ভেঙে শহিদদের ফ্ল্যাট তৈরির দাবি

আব্দুল হান্নান মাসুদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের আবাস ভেঙে শহিদ পরিবারদের জন্য ফ্ল্যাট তৈরি করার দাবি জানিয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এই দাবি তোলেন।  

তার পোস্টে লেখা ছিল, "খুনি হাসিনাসহ সকল ভোটচোর ফ্যাসিস্ট এমপি-মন্ত্রীর আবাস ভেঙে সেখানে ভবন তৈরি করে প্রতিটি শহিদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেয়া এখন সময়ের দাবি।"

আজ শেখ হাসিনার পতনের ছয় মাস পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষে বুধবার রাতে ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশের ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে প্রচার করছে আওয়ামী লীগ। এর মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের নতুন এই দাবির কথা জানাল।  

আশিক

×