ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

কাজের ক্রেডিট নিতে চায় না জামায়াত: আমির

প্রকাশিত: ১৫:৫৪, ৫ ফেব্রুয়ারি ২০২৫

কাজের ক্রেডিট নিতে চায় না জামায়াত: আমির

ছবিঃ সংগৃহীত

কাজের ক্রেডিট নিতে চায় না জামায়াত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

তিনি আরো বলেন, অনলাইনের মাধ্যমে এই গণহত্যার ইতিহাসকে সারা বিশ্বের কাছে পেশ করবো আমরা। বিশ্বের প্রধান ভাষাগুলোতে এই ইতিহাস পেশ করার চেষ্টা করবো, শুধু বাংলা নয়। এই কাজ হাতে নিয়ে প্রথমে ভেবেছিলাম এটা সম্ভব নাকি। কিন্ত মানুষ আমাদের সহযোগিতা করে আমাদের শক্তি বাড়িয়ে দিয়েছে।

আমরা এখনো এই ইতিহাস রচনা পরিপূর্ণ করতে পারিনি, এর প্রক্রিয়া চলমান। আমরা দেখেছি শহীদ পরিবার ও আহতরা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন। এই সময়ে জাতির পক্ষ থেকে দায়িত্বশীল কিছু জিনিস নিয়ে আসতে চাই আমরা। আমরা তাই কাজ অসমাপ্ত করেই প্রাথমিক পর্বটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি।   
 
তিনি আরো বলেন, তালিকায় হয়তো অনেকের নাম নাও আসতে পারে, সেই ভুল ধরিয়ে শহীদ পরিবার থেকে যেন তথ্য দিয়ে সহযোগিতা করা হয়। আবু সাঈদের শাহাদাত ছিলো এই আন্দোলনের বড় টার্নিং পয়েন্ট।  

জামায়াত যে কাজে হাত দিয়েছে, এটা জামায়াতের একার সম্পদ না। জাতীয় সম্পদ এটা। এটা সরকার সহ সকলের দায়িত্ব। আমরা এই কাজের কোনো ক্রেডিট নিতে চাই না। আমরা শুধু একটা নৈতিক দায়িত্ব পালনের চেষ্টা করছি। আমাদের থেকেও নিখুঁত করে সরকার সহ অন্যান্য সংগঠনরা এগিয়ে আসুক, এটাই সকলের কাছে আমার আবেদন। আমরা সকল সহযোগিতা করবো সবাইকে।

 

সূত্রঃ https://youtu.be/vKYUQSs-Oxk?si=2zSF_STo9pHHRDN9

রিফাত

×