ছবিঃ সংগৃহীত
ফরিদপুরের সদরপুরে ‘শেখ হাসিনাতেই আস্থা’ শিরোনামের লিফলেট বিতরণের ঘটনায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়েছে, বেআইনী জনতাবদ্ধে একই উদ্দেশ্যে প্ররোচিত হয়ে সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণ করার অপরাধে এ মামলা হয়েছে।
প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয় বাংলা বাজার এলাকায় উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ চর বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা প্রিন্স চৌধুরী (৪২) ‘শেখ হাসিনাতেই আস্থা’ শিরোনামে শেখ হাসিনার ছবি সম্বলিত লিফলেট বিতরণ করছিলেন। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাকে পিটুনী দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় সদরপুর থানায় মামলা দায়ের করা হয়।
মামলায় প্রিন্স চৌধুরীকে এক নম্বর আসামি করা হয়। নাম উল্লেখ করে দায়ের করা মামলার বাকি আসামিরা হলেন, যথাক্রমে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য নিক্সন চৌধুরী (৪৬), সদরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শহীদুল ইসলাম বাবুল (৪৬), সদরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান (৬৫) এবং আওয়ামী লীগের দুই কর্মী লোকমান শেখ (৪২) ও হবি বেপারী (৪৮)।
মামলা করার বিষয়ে জানতে চাইলে এ মামলার বাদী সদরপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ জনকণ্ঠ কে বলেন, যেহেতু ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন এজন্য অপরাধের শিরোনামে নিষিদ্ধ দল সংক্রান্ত মামলা উল্লেখ করা হয়েছে।
রিফাত