ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

‘ফাটাকেস্ট’ ওবায়দুল কাদের কোথায় লুকিয়েছেন?

প্রকাশিত: ১০:৪২, ৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১০:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০২৫

‘ফাটাকেস্ট’ ওবায়দুল কাদের কোথায় লুকিয়েছেন?

পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। 

আপনাদের নিশ্চই মনে আছে ওবায়দুল কাদেরের কথা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রধান সিপাহসালার। হাসিনার মতোই দম্ভ আর অহংকারে যেন মাটিতে পা পড়তো না তার। ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী কেউ হলেই তাকে উপহাস তরতো সভা সমাবেশে। ঠিক যেন হাসিনার মতোই এক অসভ্য রাজনৈতিক ব্যক্তিত্ব। মাস ছয়েক আগেও যিনি হুংকার দিয়ে বেড়াতেন সেই ওবায়দুল কাদের যেন কোথাও নেই। কর্মী, সমর্থক, সঙ্গীহীন পতিত সরকার ও দলের নেতা পালিয়ে বেড়াচ্ছেন।

ছাত্রজনতার আন্দোলনে দম্ভ চূর্ণ হয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার। এক ঘন্টারও কম সময়ে দেশ ছেড়ে পালাতে হয়েছিল তাকে।

গুঞ্জন ছড়িয়েছে যশোর সীমান্ত দিয়ে ভারত পালিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সিঙ্গাপুর কিংবা অন্যকোন দেশে যাওয়ার প্রস্তুতি রেখেছেন বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়েছে। কখনো বা চাউর হয়েছে দিল্লিতে থেকে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে মরিয়া হয়ে আছেন কিন্তু বিপদের দিনে হাসিনাও তাকে যেন চিনতে চাইছেন না।

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=Pm5Mfjg6nkg

 

শিহাব

×