ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

হাসিনার বার্তা প্রচার দুঃসাহসিকতা, যা বললো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রকাশিত: ০৯:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০২৫

হাসিনার বার্তা প্রচার দুঃসাহসিকতা, যা বললো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছবি: সংগৃহীত

বিবিসি বাংলা নিষিদ্ধ ছাত্রলীগের ফেসবুক পেজকে উদ্ধৃত করে ‘ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবে শেখ হাসিনা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে এ সংবাদটি প্রকাশিত হয়। সংবাদে বলা হয়, ৫ ফেব্রুয়ারি বুধবার রাত ৯টায় বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার এই ভাষণ প্রচারিত হবে।

এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে এই ব্যাপারে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা লিখেছেন, “যে সকল মিডিয়া আগামীকাল ( ৫ জানুয়ারি) হাসিনার বার্তা প্রচারের দুঃসাহসিকা দেখাবে তাদেরকে আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করবো।”

শিহাব

×