দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্ব ধারার বিপক্ষে অবস্থান নেওয়া ও স্বীয় স্বার্থে বিভিন্ন গণমাধ্যমের কাছে বিবৃতিতে দেওয়ার ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৃষক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯ টায় এক সংবাদ সম্মেলনে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা কৃষক দল।
জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. শহিদুল ইসলাম ও সদস্য সচিব মুরাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে বাংলাদেশ কৃষক দল ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা ও পৌর শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল না থাকায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
নিপু/সজিব