ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

আওয়ামী দোসররা জামিন পাচ্ছে: নুর

প্রকাশিত: ০০:১৩, ৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:১৫, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী দোসররা জামিন পাচ্ছে: নুর

হত্যাকারীদের বিরুদ্ধে কোন কঠোর পদক্ষেপ সরকার নিচ্ছে না বলে অভিযোগ করেছে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

এছাড়াও তিনি দাবি করেন, বিচার তো হচ্ছেই না বরং আটককৃত আওয়ামী দোসররা জামিন পেয়ে যাচ্ছে। 

তিনি বলেন, সরকারের দুর্বলতার কারণে আওয়ামী দোসররা কর্মসূচি পালন করার ঘোষণা করেছে। আওয়ামী লীগের শাস্তি নিশ্চিত না হলে বাংলাদেশ আবারও সংকটে পড়ে যাবে। 

এছাড়াও আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের বিচার করতেই হবে এমন দাবি জানান তিনি। 

সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের কারণে সরকার গঠন করা হয়েছে অথচ অথচ ৬ মাসে এখনো রাজপথ থেকে রক্তের দাগ সরেনি। সরকার এই গণহত্যাকারীদের জন্য এখনো কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না।

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=489281633933691&rdid=YPC2cHVeZxnRtmlg

শিলা ইসলাম

×