ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

বর্তমান আমলাতন্ত্রের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: নুর

প্রকাশিত: ২১:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০২৫

বর্তমান আমলাতন্ত্রের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: নুর

ছবিঃ সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বর্তমান প্রশাসন আওয়ামী লীগ সরকারের অধীনে গঠিত হওয়ায় তাদের উপস্থিতিতে একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি দাবি করেন, ডিসি, এসপি, ইউএনওসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও আমলারা শেখ হাসিনার সরকারের আমলে সুবিধাভোগী হয়েছেন, যা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায় হতে পারে।

নুরুল হক নুর বলেন, “নির্বাচনের আগে দেশের রাজনৈতিক সংকটের সমাধান করতে হবে। সংস্কার ছাড়া কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা নিরপেক্ষ হিসেবে দেখতে চাই, যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন সরকার গঠন করতে পারে। কিন্তু বর্তমান প্রশাসন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকায় আমরা শঙ্কিত।”

তিনি আরও জানান, রাজনৈতিক সমঝোতা ও সংকট নিরসনের লক্ষ্যে ১৫টি কমিশন গঠন করা হয়েছে। কিন্তু এসব কমিশন দায়সারা ভূমিকা পালন করছে বলে তার অভিযোগ। তিনি বলেন, “তারা আমাদের কাছে চিঠি দিয়ে দাবি জানতে চেয়েছে, কিন্তু বাস্তবিক কোনো উদ্যোগ নেয়নি। শুধুমাত্র স্থানীয় কমিশন ও নির্বাচন কমিশন আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু এভাবে নির্বাচন পরিচালিত হলে তা কতটা সুষ্ঠু হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।”

নুরুল হক নুর মনে করেন, সরকার ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না করা হলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হতে পারে। এ বিষয়ে তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের দাবি জানান।

আসিফ

×