ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

দীর্ঘ ১৬ বছর পর বইমেলায় ইসলামি ছাত্র শিবিরের স্টল

প্রকাশিত: ২১:৩০, ৪ ফেব্রুয়ারি ২০২৫

দীর্ঘ ১৬ বছর পর বইমেলায় ইসলামি ছাত্র শিবিরের স্টল

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর ঢাকা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশ্যে অংশগ্রহণ করল ইসলামি ছাত্র শিবির। এবারের বইমেলায় সংগঠনটির স্টল নম্বর ৭৮৪ থেকে ৭৮৭। তাদের প্রকাশনা প্রতিষ্ঠান আইসিএস পাবলিকেশন নান্দনিকভাবে সাজানো হয়েছে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।

স্টলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী এবং পাঠক-দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। শিবিরের পক্ষ থেকে জানানো হয়, এবারের মেলায় তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশ করেছে, যা পাঠকদের আকৃষ্ট করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাহিদুল ইসলাম বলেন, "দীর্ঘ ১৬ বছর পর আমরা প্রকাশ্যে বইমেলায় অংশগ্রহণ করছি। জ্ঞানচর্চার ধারাবাহিকতা রক্ষা করতে আমাদের প্রকাশনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে শিবিরের স্টল ঘিরে। অনেকেই বই সংগ্রহের পাশাপাশি সংগঠনের নেতাদের সঙ্গে ছবি তুলতে আসছেন। বইপ্রেমীদের জন্য বিশেষ ছাড় ও অফারের ব্যবস্থাও রাখা হয়েছে।

বইমেলার বিভিন্ন প্রান্ত থেকে পাঠক ও দর্শনার্থীরা স্টলটি ঘুরে দেখছেন এবং বই কিনছেন। দীর্ঘদিন পর প্রকাশ্যে অংশ নেওয়ায় শিবিরের এই উপস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে।

ভিডিও দেখুন: https://fb.watch/xxWNbotwEM/

×