ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের

প্রকাশিত: ২১:২১, ৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:২৩, ৪ ফেব্রুয়ারি ২০২৫

সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪-১০ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটি এ কর্মসূচির ঘোষণা দেয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রশিবির বিভিন্ন আয়োজনের পরিকল্পনা নিয়েছে, যার মধ্যে রয়েছে—

🔹 শাখা পর্যায়ে বর্ণাঢ্য র‍্যালি
🔹 অদম্য মেধাবীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান
🔹 সুবিধাবঞ্চিত শিশু ও এতিম ছাত্রদের নিয়ে প্রীতিভোজ
🔹 ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
🔹 সাংস্কৃতিক অনুষ্ঠান ও কালচারাল ফেস্ট
🔹 কুইজ, বিতর্ক, বক্তৃতা, ক্রীড়া, শর্ট ফিল্ম ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতা
🔹 ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
🔹 শহীদ ও আহতদের পরিবারের সাথে প্রীতিভোজ এবং শহীদদের জন্য দোয়া
🔹 দাওয়াতি মেসেজ, গান, নাটক, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি প্রচার
🔹 বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়
🔹 বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাস শাখায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
🔹 "জুলাই অভ্যুত্থান" বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন
🔹 আলোচনা সভা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন।

সংগঠনটির নেতারা জানিয়েছেন, এসব কর্মসূচির মাধ্যমে ছাত্রদের মধ্যে দেশপ্রেম, মানবসেবা ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে ছাত্রশিবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।

মো. মহিউদ্দিন

×