ছবিঃ সংগৃহীত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের তার একটি ফেসবুক পোস্টে লিখেছেন, একটা ছাত্রসংগঠনের বিশাল একটা বট বাহিনী আছে, অনলাইনে এরা আগ্রাসন চালায়। নিজের বিবেক-বুদ্ধির চেয়ে এরা সংগঠন এবং নেতার বক্তব্যকে দৈববাণী হিসেবে জ্ঞান করে এবং সে অনুযায়ী অনলাইনে সাংগঠনিক দায়িত্ব পালন করে। তবে তিনি ঠিক কাদেরকে ইঙ্গিত করেছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি।
পোস্টে তিনি আরো লিখেন, সাধারণত এদের নিজস্ব কোনো অবস্থান থাকে না, বাস্তবতার নিরিখে চিন্তা করার সেই মানসিকতা এদের নাই। সবচেয়ে এলার্মিং বিষয় হইলো, এদের হাই কমান্ড এদের এসব কর্মকাণ্ড নিয়ে গর্ব করে এবং এটাকে সংগঠনের শক্তির জায়গা হিসেবে দেখে! বলে যে, “আমাদের বিরুদ্ধে কিছু বললে তো অনলাইনে আমাদের মব আছেই, একেবারে নাস্তানাবুদ করে দিবে!
আরো বলেন, এরা নিজেদের সমালোচনা একেবারেই নিতে পারে না। ইনিয়ে বিনিয়ে সেটাকে জাস্টিফাই করেই ছাড়বে। নিজের কথা সামহাউ উপরে রাখবেই৷ আর এরা অন্য ব্যক্তি কিংবা সংগঠন'কে পূর্বে ধারণ এবং লালন করা মনোভাব দিয়েই বাছবিচার করবে!
মুহাম্মদ ওমর ফারুক