ছবি: জনকণ্ঠ
আওয়ামী লীগের লিফলেট বিতরণের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—নারায়ণগঞ্জ মহানগর ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুজু, ২০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামান মিয়া (৪২), যুবলীগ নেতা ফারুক (৪৫) ও সাইদুল মোল্লা (৪৭)।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বন্দর উপজেলার সোনাকান্দা ও রূপালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, "গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে পাঠানো হলে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।"
জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনায় গত দুই দিন ধরে বন্দর উপজেলার কলাগাছিয়া ও সোনাকান্দা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছিলেন এই নেতাকর্মীরা। এছাড়া জামান মিয়া ও তার অনুসারীরা তার নিজস্ব অটোরিকশা গ্যারেজেও লিফলেট বিতরণ করছিলেন।
এই কর্মসূচির একটি ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হলে মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায় এবং বিষয়টি নিয়ে জেলা জুড়ে আলোচনা শুরু হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
বন্দর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, "বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে লিফলেট বিতরণের ভিডিও আপলোড করা হয়েছিল। এ ঘটনার পর চারজনকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের নির্দেশে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।"
সায়মা ইসলাম