ছবিঃ সংগৃহীত
ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলার টক শো 'জবাব চায় বাংলা'য় ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জনের প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। সে সময় ময়ূখের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে প্রেস সেক্রেটারি তাকে বাংলাদেশে এসে সবকিছু সামনাসামনি দেখার আমন্ত্রণ জানান।
জবাবে ময়ূখ বলেন, আপনি আমাকে দাওয়াত দিলেন, আমিও আসবো। আমি ড. ইউনূসের সাথে, আপনার সাথে সামনাসামনি কথা বলতে চাই। একসাথে আপনাদের রসগোল্লা ও বিরিয়ানি খেতে খেতে ড. ইউনূসের সাক্ষাৎকার নিতে চাই। ততদিনে আশা করি আপনারা বাংলাদেশকে সুস্থ ও ভালো করতে পারবেন।
উত্তরে প্রেস সেক্রেটারি বলেন, বাংলাদেশ অনেক সুস্থ হয়েছে হাসিনার মত খুনী যাওয়ার পর। বাংলাদেশ ৯০% সুস্থ হয়ে আছে বাকি ১০% এর জন্য আমরা কাজ করছি।
রিফাত