ছবি: সংগৃহীত।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের একটি ট্রল বাহিনী তার পরিবারকে অত্যন্ত ন্যক্কারজনকভাবে টার্গেট করেছে। তিনি বলেন, এটি অত্যন্ত লজ্জাজনক। আমরা জানি তাদের চরিত্র কেমন। এটি নতুন কোনো ঘটনা নয়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এক গণমাধ্যমকর্মী একুশে বইমেলায় সাবেক প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ডাস্টবিনে ময়লা ফেলা এবং সংশ্লিষ্ট স্ট্যাটাস সরিয়ে নেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি প্রতিক্রিয়া জানান।
শফিকুল আলম বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যারা এসব অপকর্ম করছে, তাদের সঙ্গেই সাবেক প্রধানমন্ত্রী বৈঠক করছেন। এটি দেখলে বোঝা যায়, তার রুচি কোথায়। 'বুচার অব বেঙ্গল' হিসেবে পরিচিত ব্যক্তির রুচির মান কেমন?
তিনি আরও বলেন, আমরা দেখছি, শেখ হাসিনা তাদের সঙ্গে মিটিং করছেন। অথচ তারা কারও মেয়ের গলার অংশ কেটে পর্নোগ্রাফির সঙ্গে সংযুক্ত করছে। এই ধরনের মানসিকতার মানুষদের সঙ্গে বৈঠক করা কতটা শোভনীয়?
এ সময় তিনি আরও মন্তব্য করেন, আমাদের অনেকেই শালীনতা ও রুচিশীলতা শেখানোর চেষ্টা করেন, কিন্তু বাস্তবে এটি একটি ভয়ানক পরিস্থিতি।
সায়মা ইসলাম