ছবিঃ মহিউদ্দিন রনি, সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আলোচিত সমাজকর্মী মহিউদ্দিন রনি অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। রেল ব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার মাধ্যমে আলোচনায় আসা রনি আজ ৪ ফেব্রুয়ারি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, "জনগণের আকাঙ্ক্ষা পূরণে গঠিত হওয়া অন্তর্বর্তী সরকার এখন প্রায় জনবিচ্ছিন্ন।"
তিনি উল্লেখ করেন, গত পাঁচ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম উল্লেখযোগ্য কিছু নয়। এর মধ্যে রয়েছে—
কিছু শপিং মলে পলিথিন নিষিদ্ধকরণ
হেলিকপ্টারে করে কম্বল বিতরণ
প্রবাসীদের জন্য লাউঞ্জ নির্মাণ
বিভিন্ন আন্দোলন দমন
লাল গালিচায় খাল খনন
মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জন্য অত্যধিক ভ্যাট আরোপ
রনি আরও অভিযোগ করেন, সরকার সমর্থকদের মধ্যেও কেউ সঠিকভাবে জানে না অন্তর্বর্তী সরকার কী করছে। তিনি বলেন, "জনগণের কাছে গুজব ছাড়া সঠিক তথ্য পৌঁছানোর ব্যবস্থাপনাও শক্তিশালী মনে হচ্ছে না।"
তিনি শহিদদের হত্যার বিচার, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। ফেনীতে ত্রাণের টাকার সুষম বণ্টন বা দৃশ্যমান পুনর্বাসনের কোনো খবর তিনি গুগলে খুঁজে পাননি বলেও জানান।
রনি আরও উল্লেখ করেন, আন্দোলনকারীরা সচিবালয়ে উত্তর পাচ্ছেন না, ছাত্র প্রতিনিধিরাও কোনো তথ্য দিতে পারছেন না। সরকার সমর্থকদের বিভিন্ন বক্তব্যের বরাত দিয়ে তিনি প্রশ্ন তোলেন, "উপদেষ্টারা তাহলে করছেটা কি?"
তার মতে, অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত পরিকল্পনা তৈরি করা এবং জনগণের আস্থা ফেরানো। তিনি বলেন, "প্রতিদিন জীবনের অনিশ্চয়তা নিয়ে চাতকের মতো চেয়ে থাকবে জনতা, নাকি দ্রুত নির্বাচন দিয়ে নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে— এই সিদ্ধান্তে উপনীত হতে হবে অন্তর্বর্তী সরকারকে।
সূত্রঃhttps://www.facebook.com/share/18SPpTZrKj/
জাফরান