ছবিঃ সংগৃহীত
ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলার টক শো 'জবাব চায় বাংলা'য় ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জনের প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। উপস্থাপক ময়ূখ বলেন, কিছু বাংলাদেশি প্রশ্ন করেছে আপনাকে যা আমাকে তারা পাঠিয়েছে, একটি প্রশ্ন বলেন, বাংলাদেশি অর্ডিন্যান্স ফ্যাক্টরি কি পাকিস্তানি আর্মিকে দেয়া হয়েছে?
জবাবে প্রেস সেক্রেটারি বলেন, এইসব গাঁজাখুরি প্রশ্ন করে মানুষ, আর আপনারা সেগুলো এন্টারটেইন করেন। আপনি দেখেন তারা কী গাঁজা খেয়ে এসেছে, ভালো গাঁজা না হলে আমরা এখান থেকে কিছু পাঠাই।
ময়ূখ আবার বলেন, ভারত-বাংলাদেশ ভাই ভাই ছিলো, আছে থাকবে। ভারত চাইলে ৭১ এ অনেক কিছু করতে পারতো, তা-না করে নিজেদের মতো ছেড়ে দিয়েছিলো।
উত্তরে প্রেস সেক্রেটারি বলেন, ৭১ দিয়ে কি আপনি আমাদের খোটা দিলেন নাকি। ইতিহাস, ভাষা, জনগণ সবকিছুর সাথেই ভারতের সাথে আমাদের দারুন সম্পর্ক। আমাদের সরকার প্রধান বলেছেন, ভারতের ম্যাপ আঁকা সম্ভব না বাংলাদেশ ছাড়া। আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাই, কিন্ত এটা হবে সাম্যতা, ন্যায্যতা ও বন্ধুত্বপূর্ণ।
রিফাত