ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

কে দল গঠন করবে কে করবেনা, সেটা বলা সরকারের কাজ না: ড. শামীম রেজা

প্রকাশিত: ১২:১৭, ৪ ফেব্রুয়ারি ২০২৫

কে দল গঠন করবে কে করবেনা, সেটা বলা সরকারের কাজ না: ড. শামীম রেজা

ছবিঃ সংগৃহীত

কে দল গঠন করবে কে করবেনা, সেটা বলা সরকারের কাজ না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীম রেজা। একটি বেসরকারি টেলিভিশনের টক শো'তে তিনি এই কথা বলেন।   

তিনি আরো বলেন, এই সরকারকে শিক্ষার্থীরাই বসিয়েছে আমরা জানি। তাহলে তো একটা পার্থক্য থাকতে হবে। শিক্ষার্থীরা দল গঠন করছে, তারা তাদের মত দল গঠন করবে, জনমত গঠন করবে। সেটা নিয়ে বলা সরকারের কাজ না, কে দল গঠন করবে আর কে করবে না। 

আমরা ভেবেছিলাম এই সরকার নিরপেক্ষভাবে একটি সংস্কার করবে ও তার রুপরেখা দিবে। কিন্ত আমরা দেখতে পাচ্ছি সরকারে থাকা উপদেষ্টারা দল গঠন নিয়ে বিভিন্ন মন্তব্য করছে, যার জন্য সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এখন। সংস্কারের মূল আলোচনা থেকে সরে গেলে নির্বাচন সংক্রান্ত জিনিস গুলো কাছে চলে আসে, যার জন্য এই জটিল অবস্থা সৃষ্টি হচ্ছে। 

 

সূত্রঃ https://youtu.be/63hdJbGnNqU?si=xp1PHr5X3CT8Lx_p

রিফাত

×