তরুণ ছাত্র নেতারা তারা নিজেরা পার্টি করার চিন্তা করছেন। বাংলাদেশের যে কোন মানুষের নতুন দল করার অধিকার আছে এবং আওয়ামী লীগের এই মুহূর্তের অনুপস্থিতে সমাজে একটা রাজনৈতিক ভ্যাকুয়ামও আছে। সেখানে তরুণরা যদি নতুন স্বপ্ন, নতুন চিন্তা নতুন গণতান্ত্রিক কৌশল নিয়ে রাজনৈতিক সংগঠন তৈরি করেন এটা আমরা ওয়েলকাম করবো, করাই উচিত। কিন্তু সেটা করতে গিয়ে তারা অনেক তাড়াহুড়া করছে বলে মনে হয়।
রোববার (২ ফেব্রুয়ারি) একটি টিভি চ্যানেলের টকশোতে কথাগুলো বলেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবির।
তিনি বলেন, নিজেরা এখন পর্যন্ত একটা ম্যানিফেস্টোর তৈরি করে জনগণের সামনে হাজির করতে পারে নাই। সামনের মাসে তারা দল গঠন করবেন। তাদের সম্ভাব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে তারা বিএনপিকে ধরে নিয়ে আমার মনে হয় কিছু কথাবার্তা এবং আলাপ আলোচনা যেটা করছে ওইটার ভাষাটা তাদের বদলানো উচিত। বাংলাদেশে এই ভাষা মানুষ গ্রহণ করবে না।
নূরুল কবির বলেন, তাদের তারুণ্যকে অভিনন্দন জানাবে কিন্তু সমস্ত সমাজেরই কতগুলো নিজস্ব ভাষা রীতি থাকে, সে রীতির বাইরে গিয়ে মাঝে মধ্যে তাদের কথা বেয়াদবের মত শোনায়। অথচ তাদেরকে শোনানো উচিত না। তারা দেশের জন্য মরতে যাচ্ছিল। অনেকে মৃত্যুবরণ করেছে। তাদের কথায় মানুষ মরেছে এবং তাদের দেশপ্রেম আমার কাছে প্রশ্নাতীত।
তিনি বলেন, তারা যেই ধরনের আচরণ করছে বিএনপি ঠিক ওই মাত্রায় রিয়্যাক্ট করছে না সেটাকে আমি ধন্যবাদ জানাই।
সজিব