ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

শেখ হাসিনার আওয়ামী লীগ ত্যাগ করতে চান ফারুক খান

প্রকাশিত: ০৯:০১, ৪ ফেব্রুয়ারি ২০২৫

শেখ হাসিনার আওয়ামী লীগ ত্যাগ করতে চান ফারুক খান

সোমবার বিকেলে হঠাৎ কারাবন্দি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বিমানমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের ভেরিফাইড ফেইসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে মন্তব্য করা হয় শেখ হাসিনার জন্যই আজ তাঁদের এই অবস্থা হয়েছে।

ফারুক খানের আইডি থেকে দেওয়া ওই পোস্টে লেখা হয়, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছে, জেলের চার দেওয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায় অনেক কিছু বলতে চাই। কিন্তু এখন সবই বলতে পারছি না৷ এতটুকুই বলব,শেখ হাসিনাকে নেত্রী মেনে ছিলাম, কিন্তু তাঁর হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি, দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

তিনমাসেরও বেশি সময় ধরে কারাগারে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বিমানমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করছেন তিনি। হঠাৎ তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে সোমবার বিকেলে এই পোস্ট করা হয়, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যেখানে তিনি আওয়ামী লীগের রাজনীতিও শেখ হাসিনাকে নিয়ে এইবিস্ফোরক মন্তব্য করেছেন। তাই প্রশ্ন উঠেছে, জেলে থেকেও তিনি কীভাবে এমন স্ট্যাটাস দিলেন? 

২০২৪ সালের৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তাঁর মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে যান। তাঁদের কেউ কেউ দেশ ছেড়েছেন, আবার কেউ কেউ গ্রেফতার হয়ে জেলে আছেন। তাঁদেরই একজন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান।

গত ১৪ অক্টোবর গভীর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য কে গ্রেপ্তার করে র্যাব। পরে ফারুক খানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর পর থেকে বিএনপি কর্মী মকবুল হত্যা সহ একাধিক মামলায় কারাগারে আছেন তিনি।

মুহূর্তেই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। শেয়ার করার পাশাপাশি নেটিজেনরা প্রশ্ন তোলেন, কারাগারে থেকেও ফারুক খান কীভাবে ফেসবুকে পোস্ট করেন? আর কীভাবেই বা মোবাইল ফোন ব্যবহার করলেন।

এটা তাঁর পোস্ট বা ব্যক্তিগত মতামত কি না তা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেন। কেউ কেউ বলেন, আইডি সম্ভবত হ্যাক হয়েছে।এদিকে ফারুক খানের ফেসবুক আইডি সার্চ করেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, এরই মাঝে তাঁর আইডি ডিঅ্যাকটিভেট করে ফেলা হয়েছে। পোস্ট দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই ডিঅ্যাকটিভেট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র:https://tinyurl.com/2wm6naky  

আফরোজা

×