ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

আওয়ামী লীগ যা করেছে আমরা তার উল্টোটা করতে চাই

প্রকাশিত: ০১:১৫, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগ যা করেছে আমরা তার উল্টোটা করতে চাই

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ যা করেছে আমরা তার উল্টোটা করতে চাই। আওয়ামী লীগ যা করেছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। বিএনপি জনগণকে সাথে নিয়ে আগামী সরকার গড়বে। বিএনপি মাঠে ছিল বিএনপির সাথে আমাদের যে সমমনা দলগুলো তারাও মাঠে ছিল। জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক শক্তিশালী, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার নির্বাচন দেয় নাই কারণ তারা জানে যে নির্বাচন দিলে তারা হেরে যাবে।

 

নির্বাচন দিলে আওয়ামী লীগ দশটা সিট বা পাঁচটা সিট পাইবো কিনা তাও সন্দেহ আছে। এই কারণে তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জোর করে ক্ষমতায় বসে ছিল। বিএনপি জনগণের দল বিএনপি সব সময় বিশ্বাস করে, সব ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, তাই বিএনপি জনগণকে সাথে নিয়েই আমাদের আগামীর পথ চলা। জনগণের স্বার্থ রক্ষা করা এবং জনগণের গণতন্ত্র রক্ষার করার জন্য আমাদের প্রিয় নেত্রী মিথ্যা মামলায় দীর্ঘদিন কারা অন্তরীণ ছিলেন।নেত্রী কোনদিনও আপোষ করেনি।

 

তারা জনাব তারেক রহমানের বিরুদ্ধে শত ভুয়া মামলা দিয়েছে, কিন্তু কোন মামলার সত্যতা নেই। জিয়া পরিবারের নেতৃত্বে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে আমরা কাজ করে চলেছি। পাঁচ আগস্ট এর পর আমাদের মাননীয় ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমান বারংবার আমাদের নির্দেশনা দিয়েছেন, সর্বস্তরে নির্দেশনা দিয়েছেন যে আমরা জনগণের উপর নির্ভরশীল এবং জনগণের উপর আস্থা বিশ্বাস রেখে, জনগণকে সাথে নিয়ে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই কাজ করে যাচ্ছি।

 

বিএনপি এবং আওয়ামী লীগের পার্থক্য হচ্ছে এইখানে যে আওয়ামিলীগ যত ভুল করেছে আমরা তা করতে চাইনা।আওয়ামী লীগ যা করেছে আমরা তার উল্টোটা করতে চাই। রাষ্ট্র মেরামতের জন্য  ৩১ দফা রয়েছে আমরা তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। দলে নতুন সদস্য নয় আমাদের যারা পুরাতন সদস্য ছিল তাদেরকে নিয়ে নতুন করে দল সাজানো গোছানো। আওয়ামী পেতাত্তারা আমাদের দলে যেন না ঢুকতে পারে সেই জন্য আমরা নির্দেশনা দিয়েছি।

সাজিদ

×