ছবি: সংগৃহীত।
সোমবার, ৩ জানুয়ারি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম জানান যে, আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেফতার করা হবে।
বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের লিফলেট বিতরণের জন্য গ্রেফতার করা হয়েছে। তবে, ৩ জানুয়ারি ৩১তম বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছেন এবং তিনি নিজেই তার সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
এই বিষয়ে প্রবাসী জনপ্রিয় এক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী ব্যক্তির একটি ছবি শেয়ার করে এবং ক্যাপশন দেন, "আর কে কে আছেন লাইনে দাঁড়ান?" ছবিতে দেখা যায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়া লিফলেট বিতরণ করছেন এবং তার ওপরই তাকে হাতকড়া পড়ানো হচ্ছে।
তবে, তিনি গ্রেপ্তার হয়েছেন কি না সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায় নি।
উল্লেখ্য, সরকারি কর্মকর্তা হিসেবে কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকতে পারবেন না বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না—এটি সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯-এর ২৫(১) ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তবে, মুকিব মিয়া এই নিয়মগুলি উপেক্ষা করে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেছেন এবং সরকারের পদত্যাগের দাবিতে অংশ নিচ্ছেন। তিনি একসময় বাংলাদেশ ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন।
সায়মা ইসলাম