ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

শফিক ভাই, আপনাদের সুশীলতা গলায় দড়ি হয়ে না ফিরুক: হাসনাত

প্রকাশিত: ০০:৩০, ৪ ফেব্রুয়ারি ২০২৫

শফিক ভাই, আপনাদের সুশীলতা গলায় দড়ি হয়ে না ফিরুক: হাসনাত

ছবি: সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘দেশের মিডিয়ায় দেড়যুগেরও বেশি সময় ধরে আওয়ামী দালালদের আধিপত্য। তাদের এখনও সরানো যায়নি। কিছুদিন পর দেখব খুনিদের সবাই বাইরে, আর বিপ্লবীরা সবাই জেলের ভেতর।’

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ক্ষোভ জানান।

একটি সংবাদমাধ্যমের এক প্রতিবেদন ওই স্ট্যাটাসে তুলে ধরে তিনি লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুল পলাতক অবস্থায় ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে পত্রিকায় বিবৃতি পাঠায়, আবার তারা সেটি ছাপায়! বুঝতেছেন ব্যাপারটা?’

তিনি আরও লেখেন, শফিক ভাই, আপনাদের সুশীলতা আপনাদের গলায় দড়ি হয়ে না ফিরুক।’

সায়মা ইসলাম

×