বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের আটজন আহত হয়েছেন। সোমবার (৩ জানুয়ারী) রাত সোয়া ৯টার দিকে মোংলা পৌর সভার মিয়াপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন। এ ঘটনায় রাত ১১ টা পর্যন্ত থানায় কোন অভিযোগ কোন পক্ষ দায়ের করেনি।
হামলায় বিএনপির আহতরা হলেন জসিম, মাহাবুব, লিটন ও দিলরুবা। আওয়ামী লীগের শহিদুল মোল্লা, নাঈম মোল্লা, সাদ্দাম মোল্লা ও পারভীন।
আহতদের মধ্যে বিএনপির চারজনকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে, আওয়ামী লীগের আহতরা হামলার ভয়ে হাসপাতালে ভর্তি হতে যেতে পারছেন না বলে দাবি করেছেন তারা।
এদিকে আহত বিএনপির কর্মীরা বলছেন, আওয়ামী লীগের নেতা শহীদুলের বাড়িতে গোপন মিটিং হচ্ছিল। সেখানে গেলে তারা আমাদের উপর হামলা করে। অন্যদিকে, আওয়ামী লীগের আহতরা দাবি করেন, বিএনপির লোকজন তাদের উপর পরিকল্পিতভাবে আকস্মিক হামলা করেছে।
আশিক