ছবি: সংগৃহীত।
হিন্দুত্ববাদী ও মৌলবাদের প্রশ্নে এবার মুখোমুখি হলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ও বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (৩ জানুয়ারি) রাতে অনলাইনে এক প্রশ্নোত্তর পর্বে তাদের মধ্যে তীব্র আলোচনা চলে। ময়ূখ রঞ্জন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ তুলে শফিকুল আলমের কাছে মৌলবাদের বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন ভিডিও ক্লিপ দেখিয়ে এবং চট্টগ্রাম ও রংপুরের হিন্দুদের ওপর হামলার কথা উল্লেখ করে সরকারকে দায়ী করেন।
প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, "ভারতীয় মিডিয়া হিন্দুদের বিরুদ্ধে ঘটনার খবর সব সময় অতিরঞ্জিত করে প্রচার করে। আপনি যে গ্রুপগুলো থেকে ভিডিও এবং তথ্য সংগ্রহ করছেন, সেগুলোর উদ্দেশ্য সম্পর্কে আমাদের কিছু প্রশ্ন রয়েছে।"
ময়ূখ রঞ্জনের ছবিগুলো তুলে ধরে শফিকুল আলম আরও বলেন, "আপনি এসব দেখতে চান বলেই এসব আপনার চোখে পড়ছে। আপনাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হলো। আপনি আসুন এবং নিজ চোখে দেখে যান। আমাদের দেশে আপনার মতো হিন্দুত্ববাদীও আছেন।"
ময়ূখ রঞ্জন উত্তরে বলেন, "আমি আপনাদের শত্রু নই। আপনি আমাকে অনলাইন মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছেন, আমি অবশ্যই বাংলাদেশে আসব।"
সায়মা ইসলাম