ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

ড. ইউনূসের জন্য কারাগার প্রস্তুত রাখা হয়েছিলো: নুর

প্রকাশিত: ২৩:০১, ৩ ফেব্রুয়ারি ২০২৫

ড. ইউনূসের জন্য কারাগার প্রস্তুত রাখা হয়েছিলো: নুর

ছবিঃ সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত মানবিক, গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কার্যকর সংস্কার করা এবং গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়া। এজন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা জরুরি, যেখানে সাধারণ জনগণ, শ্রমিক, রিকশাচালকসহ সব শ্রেণির মানুষের সমান অংশগ্রহণ থাকবে।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার কেবল মানি-মার্কেট ও ক্যাপিটাল মার্কেটের নীতির ওপর নির্ভর করছে। তবে ব্যাংকগুলোর তারল্য সংকট না থাকলেও শেয়ারবাজার ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। শেয়ারবাজারের অবস্থা এমন যে একে দাঁড় করানোর জন্য "বাঁশের সাপোর্ট" লাগবে। বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলেও তাদের সহায়তা না করে উল্টো জরিমানা করা হচ্ছে, যা তাদের পরিস্থিতিকে আরও করুণ করে তুলবে। তাই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের স্বল্প সুদে ঋণ দিয়ে সহায়তা করা উচিত বলে তিনি দাবি করেন।

নুরুল হক নুর বলেন, "আমরা রাজনৈতিক দল হিসেবে আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, কারাবরণ করেছি। অথচ সরকার আমাদের সঙ্গে আলোচনার বদলে নিজেদের ইচ্ছেমতো সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের মনোভাব জমিদারি মানসিকতার প্রতিফলন। তারা বলছে, রাজনৈতিক দলগুলোকে লিখিত প্রস্তাব পাঠাতে হবে, যা স্পষ্টতই উপেক্ষামূলক আচরণ।"

তিনি আরও বলেন, "অভিজ্ঞতার অভাবে কিছু সুশীল, যারা দীর্ঘদিন এনজিওর সঙ্গে কাজ করেছে, তারা সরকার পরিচালনায় ব্যর্থ হচ্ছে। এনজিওভিত্তিক চিন্তার বাইরে তারা কিছু ভাবতে পারছে না। উচ্চপদস্থ কর্মকর্তারা শেয়ারবাজার সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নিয়ে চিঠি চালাচালি করে জমিদারি দেখাচ্ছে। এ জাতির দুর্ভাগ্য, যে-ই ক্ষমতায় বসে, সে-ই জমিদার হয়ে যায়।"

ভিপি নুর বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সরকার, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কী ধরনের পদক্ষেপ নিয়েছে, তার স্পষ্ট আপডেট চাই। যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে কেউই তাদের চেয়ার ধরে রাখতে পারবে না।

ড. মোহাম্মদ ইউনুসের প্রসঙ্গে ভিপি নুর বলেন, "সূর্যমুখীর ২য় তলার কারাগার তার জন্য প্রস্তুত করা হয়েছিল। আমরা সিনেমায় দেখি, ছোটবেলা থেকে যারা বাবা-মায়ের প্রতি নির্মমতা দেখে, তারা পরে সাইকো হয়ে যায়। গত ১৭ বছরে হাজার হাজার মানুষ হত্যার পরও শেখ হাসিনা সরকারের কোনো মায়া হয়নি, বরং তিনি শুধু ১৫ আগস্ট তার পরিবারের হত্যাকাণ্ড নিয়েই মায়া দেখিয়েছেন।"

এ আন্দোলনের ক্রেডিট কোনো নির্দিষ্ট দল নিতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।

আসিফ

×