ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

জাতির অস্তিত্ব পাওয়ার লড়াই শুরু করতে হবে : জামায়াত আমির

প্রকাশিত: ২২:৫৬, ৩ ফেব্রুয়ারি ২০২৫

জাতির অস্তিত্ব পাওয়ার লড়াই শুরু করতে হবে : জামায়াত আমির

ছবি: সংগৃহীত।

জাতির অস্তিত্ব রক্ষার জন্য লড়াই শুরু করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা আমাদের অস্তিত্ব অনেকটাই হারিয়ে ফেলেছি। জাতির অস্তিত্ব পাওয়ার লড়াই শুরু করতে হবে, যা মূলত মর্যাদার লড়াই। এই লড়াইয়ে বিজয়ী হলে আমরা মানবিক বাংলাদেশ গড়তে পারব। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আপসহীন সংগ্রাম এবং লড়াই অব্যাহত থাকবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর সুবর্ণচরের চর জুবলী ইউনিয়নে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পাশবিক নির্যাতনের শিকার এক গৃহবধূর বাড়ি পরিদর্শন শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন। সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামী এই পথসভার আয়োজন করে।

নির্যাতনের শিকার গৃহবধূর প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ২০১৮ সালে কিছু নরপশু এখানে ভয়াবহ অপকর্ম করেছিল। সেদিন দেশের পরিস্থিতি এমন ছিল যে, মানুষ মুখ ফুটে প্রতিবাদও করতে পারেনি। এ ধরনের নিকৃষ্ট ঘটনা বাংলাদেশে খুব কমই ঘটেছে।

তিনি আরও বলেন, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, তখন বেপরোয়া হয়ে ওঠে। অহংকার প্রকাশ করলে আল্লাহ কখনো কাউকে ছাড় দেন না। একজন মায়ের সম্মানের মূল্য আমাদের কাছে জীবনের চেয়েও বেশি, কিন্তু সেই বর্বররা সেটি বুঝতে পারেনি। মানুষ যখন মানবিকতা হারায়, তখন তারা জন্তুতে পরিণত হয়—কখনো কখনো পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়।

জামায়াতের শীর্ষ নেতা বলেন, ক্ষমতায় গেলে আমরা জনগণের ওপর লাঠি ঘোরাব না, ক্ষমতার অপব্যবহার করব না, কিংবা নিজেদের স্বার্থে অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করব না। আমাদের লক্ষ্য আল্লাহর ভয় ও ভালোবাসা থেকে পরিচালিত হওয়া। যে ব্যক্তি শ্রদ্ধার যোগ্য, সে শ্রদ্ধা পাবে; আর যে ভালোবাসার যোগ্য, সে ভালোবাসা পাবে। যেখানে অন্যায় ও নির্যাতন হবে, সেখানে আমরা প্রতিবাদী কণ্ঠ হিসেবে উপস্থিত থাকব।

পথসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মিয়া গোলাম পরওয়ার, সুবর্ণচর উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি জামাল উল্যাহ মুকুল, চর জুবলী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হেলাল উদ্দিন, চরবাটা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দিদারউল আলম প্রমুখ।

সায়মা ইসলাম

×