ছবি: সংগৃহীত।
সোমবার (৩ ফেব্রুয়ারি), রাজধানীর বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় তিনি বলেন, "চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ।"
আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা, সিআইডির ইনস্পেক্টর রিদুয়ানুল হক আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডা থানার অন্তর্ভুক্ত এলাকায় অটোরিকশাচালক হাফিজুল শিকদারকে গুলি করা হয়। বিকেল তিনটার দিকে আসামিদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরবর্তীতে তার পরিবার গত ২১ আগস্ট বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
সায়মা ইসলাম