মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইমা আক্তারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ইমা আক্তারের বাড়ীতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে ভর্তির খরচ ও শিক্ষা সামগ্রী কেনার জন্য নগত অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় ইমা আক্তার ও তার পিতা তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় শ্যামল মালুম বলেন, ইমা ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিন্তু অর্থনৈতিক অসচ্ছলতার কারণে মেডিক্যালে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত হওয়ার বিষয়টি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এমতাবস্থায় তার ভর্তি ও শিক্ষা সামগ্রী কেনার যাবতীয় দায়িত্ব নেন তারেক রহমান।
এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ, ভাঙ্গা উপজেলা ছাত্রদল আহবায়ক ও পৌর ছাত্রদলের আহবায়ক প্রমুখ উপস্থিত ছিলেন।
নুসরাত