ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

ডেমরায় ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র উপহার প্রদান

নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা।

প্রকাশিত: ২০:২৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:২৯, ৩ ফেব্রুয়ারি ২০২৫

ডেমরায় ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র উপহার প্রদান

ছবিঃ সংগৃহীত

রাজধানীর ডেমরায় ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় হাজীনগর এলাকায় সেবা হাসপাতাল সংলগ্ন ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো সংখ্যালঘু বা সংখ্যাগুরুর ভিত্তিতে বিভাজন করে না। আমরা মনে করি, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বে। তিনি আরও বলেন, আমরা সবাই মিলে একটি দুর্নীতি, টেন্ডার, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গঠন করব।

এ সময় প্রায় ৫ শতাধিক সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র  উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মো. কামাল হোসেন, ডেমরা থানা জামায়াতের সভাপতি মোহাম্মদ আলী, ডেমরা থানা বিজনেস ফোরামের সভাপতি সাইদুল হক ও সাধারণ সম্পাদক মো. নূর হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

আসিফ

×