ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

সমালোচনায় বিরক্ত হলে উপদেষ্টা পদ ছেড়ে দল করেন: রিজভী

প্রকাশিত: ১৫:১৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫

সমালোচনায় বিরক্ত হলে উপদেষ্টা পদ ছেড়ে দল করেন: রিজভী

ছবিঃ সংগৃহীত

সরকারের কিছু উপদেষ্টা সমালোচনা শুনলেই তারা বিরক্ত হন, বিভিন্ন মন্তব্য করেন। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেনো। আপনারা উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন। গণতন্ত্রে বিরোধী দল কথা বলবেই, সমালোচনা করবেই। এগুলোর মাধ্যমেই সরকার সংশোধন হবে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা জানান তিনি।

তিনি আরো বলেন, আজকে চালের দাম বাড়লে আমরা সমালোচনা করবো, জনগণকে কষ্ট দিলে আমরা বলবোই। সরকার আন্তরিকভাবে অনেক কাজ করছে, কিন্ত এখনো বাজার সিন্ডিকেট আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এই দায়িত্ব সরকারের, তাই আমরা সমালোচনা করি। সরকারকে দায়িত্বশীল হতে বলি।

তিনি জানান, শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নির্বাচন না দিয়ে বন্দুকের ব্যবহার করেছেন। তিনি ভোটকেন্দ্র ফাঁকা রেখেছিলেন। দিনের ভোট রাতে করেছিলেন। জনগণের এই স্মৃতি অত্যন্ত দুঃসহ। এটি অব্যাহত থাকুক জনগণ তা চায় না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের রোডম্যাপ এবং ডেডলাইন দিতে হবে।

সূত্রঃ https://youtu.be/h2CUSicx6WA?si=ylAyDEYvr5yeUHQy

 

রিফাত

×