ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

পুতুলের সূচনা ফাউন্ডেশনে কত টাকা ঘুষ দিয়েছিলেন ট্রান্সকম সিইও!

প্রকাশিত: ১২:২২, ৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:২৩, ৩ ফেব্রুয়ারি ২০২৫

পুতুলের সূচনা ফাউন্ডেশনে কত টাকা ঘুষ দিয়েছিলেন ট্রান্সকম সিইও!

ছবিঃ সংগৃহীত

গণভবন থেকে উদ্ধার হয়েছে ট্রান্সকম গ্রুপের শত কোটি টাকার ঘুষ লেনদেনের গোপন নথি। পতিত সরকারের সাথে গ্রুপটির সিইও সিমিন রহমানের কয়েক দফা বৈঠকের তথ্যও পাওয়া গেছে ওই নথিতে। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর গণভবন থেকে পাওয়া দলিল ঘেটে এমন চাঞ্চল্যকর তথ্য পান দুদক ও সিআইডির তদন্ত কর্মকর্তারা।  

মূলত হত্যা মামলা থেকে বাঁচতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দিয়েছিলো ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। এমনকি এই বিষয়ে শেখ হাসিনার সাথে ৩ দফা বৈঠকও করেছিলেন তিনি। সম্প্রতি দুদক ও সিআইডির তদন্তে বেড়িয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এসব তৎপরতার কারণেই হত্যা, শেয়ার জালিয়াতি ও প্রতারণার একাধিক মামলায় গ্রেপ্তার এড়াতে সক্ষম হন সিমিন রহমান। বন্ধ হয়ে যায় তার বিরুদ্ধে চলা তদন্ত কাজও।

হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে গণভবন থেকে প্রাপ্ত কিছু নথিতে এমন তথ্য পান তদন্তকারী কর্মকর্তারা। ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানের পর ছাত্র-জনতা গণ ভবনে প্রবেশ করে যেসব দলিল পায়, সেসব দলিলে ২০২৪ সালে কারা কারা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছিলো তার গুরুত্বপূর্ণ তালিকা পাওয়া যায়।

৩ দফা বৈঠকে শেখ হাসিনার কাছে হত্যা মামলা থেকে মুক্তি দেয়ার জন্য অনুরোধ করেন টান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। জানা গেছে, সিমিন রহমান গণভবনে শেখ হাসিনাকে, শেখ মুজিব ট্রাস্টের জন্য ৫০ কোটি টাকা, সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের জন্য ২৫ কোটি টাকা এবং নগদ ২৫ কোটি টাকা প্রদান করেছিলেন। একটি বেসরকারি ব্যাংকের আ্যকাউন্ট থেকে এসব অর্থ প্রদান করা হয়। 

 

সূত্রঃ https://youtu.be/_13EupBk2wo?si=GBTsRqyFjyt5HC54

রিফাত

×