ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

তারেক রহমানকে নিয়ে কী বললেন হাসনাত আবদুল্লাহ?

প্রকাশিত: ১২:০৬, ৩ ফেব্রুয়ারি ২০২৫

তারেক রহমানকে নিয়ে কী বললেন হাসনাত আবদুল্লাহ?

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর আশ্বাসে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিক্ষোভ ছেড়ে হাসপাতালে ফিরেন আন্দোলনে আহতরা। রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে তারা যমুনার সামনে থেকে সরে যান।

এসময় বিক্ষোভকারীরা তাদের সাতটি লিখিত দাবি সম্বলিত একটি কাগজ হাসনাত আব্দুল্লাহর হাতে তুলে দেন। 

এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, এক মিডিয়াতে গিয়েছিলাম তারা কী যে অপপ্রচার করছে! আমারে তারা দালাল বানিয়ে দিছে। আমাকে জঙ্গি বানাইছে না? আমাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাকে দেখাইছে আমি নাকি গ্যাং। আমি কী করতে গেছি? আমি করতে গেছি ওই মিডিয়া এই ছাত্রদেরকে জঙ্গি বানাইছে, এই মিডিয়া এই ছাত্রদেরকে, বিএনপিসহ তারেক জিয়াকে বলছে উনারা দেশকে অস্থিতিশীল করতে চায়। আমি যখন এটার বিরুদ্ধে গিয়ে ওই মিডিয়াতে গেলাম আমারে বানিয়ে দিল জঙ্গি। 

এরপর রাত পৌনে ২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ছেড়ে হাসপাতালে দিকে ফিরে যান আহতরা।

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=GsRx_1VBRGA

শিহাব

×