ছবিঃ সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ব্যহত হয়েছে আমলাতান্ত্রিক জটিলতার জন্য বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা। পরে সেখানে উপস্থিত হয়ে আহতদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, আমাদের অযোগ্যতা ও ব্যর্থতা আছে। স্বাস্থ্য অধিদপ্তর জুলাই ফাউন্ডেশনকে বলে। আমলারা গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের হয়ে কাজ করছে। তারাই এখন আবার আমাদের সেবা করতেছে। এই সরকার আপনাদেরকে সাহায্য করতে পারেনি, আমলাতান্ত্রিক জটিলতার জন্য। যেই আমলারা কাজ করছে এরা কেউই এই বিপ্লব মানেনি৷ আমরা চাইছিলাম দেশটা সুন্দরভাবে চলুক তাই সৎ উপদেষ্টাদের এনেছিলাম দায়িত্বে। কিন্ত তারা যে এত আমলা নির্ভর হবে তা আমরা বুঝি নাই।
রিফাত