ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

হাসনাত আব্দুল্লাহর অনুরোধে হাসপাতালে ফিরে গেলেন আহ’তরা

প্রকাশিত: ০৬:০২, ৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৬:১৪, ৩ ফেব্রুয়ারি ২০২৫

হাসনাত আব্দুল্লাহর অনুরোধে হাসপাতালে ফিরে গেলেন আহ’তরা

ছবি: সংগৃহীত

আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয়নি?  আপনাদের নিয়ে পলিটিক্স করা হয়নি? আজকে যখন আপনার এখানে আন্দোলন করছেন তখন একটা পক্ষ বলে নেই? যে আমরা এ আন্দোলন চাই না। 
আপনারা একটা পক্ষকে বলতেছেন দালাল অন্যরা আবার এদেরকে বলতেছে ভূয়া। আপনাদেরকে নিয়ে নিউজ হয় নাই? আপনাদেরকে নিয়ে বিভিন্ন নীতিবাচক নিউজ হয় নাই? জন্মদিন উদযাপন করা হয়নি? 
এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় না বাড়ায়? 


এই যে মারামারি হইছে এটা আপনাদের হাসাহাসি হইছে। আমার ব্যর্থতা আমি মাইনা নিছি। আমার ব্যর্থতা না হলে তো আমি এখানে আসি না। এক আহত আরেক আহত কে বলা হচ্ছে ভুয়া আরেক আহতে কে বলা হচ্ছে দালাল। ডক্টর ইউনুস কি নিজে আসছে না আমরা তাকে এনেছি।আপনারা যে ওই জায়গায় আন্দোলন করছেন আপনাদেরকে কি পুলিশ উঠেছে? উঠায় নাই,  ওইখানে জনদুর্ভোগ হইছে না? হইছে তো।

 

কিন্তু আপনারা যে এই জায়গাটা (যমুনায়) আসছেন আর এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ। আপনারা যদি আমার প্রত্যেকটা কথার ভুল ধরেন তাহলে ধরতে পারেন। কারণ আপনারা আমার থেকে সাহসী এই কারণে আপনারা আহত। আর তাদের থেকেও বেশি সাহসী তারা যারা শহীদ হয়ে গেছেন। আমি তো মেনেই নিচ্ছি এমন না যে আমি মেনে নিচ্ছিনা।কোন ঝামেলায় এমন হইছে যে আপনারা আমাকে পান নাই? আমার কথা হচ্ছে ভাই সব কিছুর একটা সিস্টেম আছে আজকে যে আমরা এখানে আসলাম প্রধান উপদেষ্টার বাসার সামনে। বিদেশে আমাদের মান কই যাচ্ছে? উপদেষ্টারা  যে এখানে আসবে তাদেরও তো একটা সিস্টেমেটিক কাজ করতে হয়। আপনারা যে গত ৩৬ ঘন্টা আন্দোলন করছেন পুলিশ আপনাদের কিছু বলছে?

সাজিদ

×