ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

কোন বিবেচনায় ওনারা উপদেষ্টা হয়েছেন, এখনও বোধগম্য নয়: হান্নান মাসুদ

প্রকাশিত: ০৫:১৭, ৩ ফেব্রুয়ারি ২০২৫

কোন বিবেচনায় ওনারা উপদেষ্টা হয়েছেন, এখনও বোধগম্য নয়: হান্নান মাসুদ

ছবি: সংগৃহীত

কোন বিবেচনায় ওনারা উপদেষ্টা হয়েছেন, এখনও বোধগম্য নয় হান্নান মাসুদ। উপদেষ্টা হওয়ার পরে এখন উনি  সকল রাষ্ট্রীয় সফরে তার সন্তানকে সাথে সাথে রাখে।উনার সন্তানেরাই তো ভাগ করে দেন এগুলো করার জন্য। কিন্তু উনাকে যখন কোন রাষ্ট্রীয় কাজ এবং মানুষের প্রয়োজনে ফোন দেওয়া হয়। তখন তাকে পাওয়া যায় না।

রক্ত দিয়ে আমরা কি পেয়েছি ? আমাদের যখন উপদেষ্টা পরিষদ সিলেক্ট করতে ছিলেন।তখন আমরা কতটুকু ভূমিকা রাখতে পেরেছি। আরো বড় প্রশ্ন হচ্ছে উপদেষ্টারা কোন বিবেচনের উপদেষ্টা হয়েছে? আমাদের কাছে আন ক্লিয়ার। এমন কোন যোগ্যতার বলে তারা উপদেষ্টা হয়েছেন আমাদের কাছে স্পষ্ট না। দীর্ঘদিনের যে অবিচারের সংস্কৃতি  সৃষ্টি হয়েছে ।আসলে হচ্ছে কি স্বাধীনতার পর থেকে বা তার আগের স্বাধীনতার পর থেকে যে মানচিত্র টা ,ভূখণ্ডটা, জাতীয় পতাকাটা ভূখণ্ড ছিল। যেমন এক সরকারি পর আরেক সরকার আসছে তারপরের তারপরে ভূখণ্ডকে রাষ্ট্র হতে পারছে কিনা? যখন দেখা যাচ্ছে রাষ্ট্র হিসেবে রান করছ না। 

তখন বারবার আমাদের জীবন দিতে হচ্ছে এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে দেখা যাচ্ছে চট্টগ্রাম চাঁদাবাজ ঘুষখোর এবং বড় বড় চোরদের সাথে সমঝোতা করে রাষ্ট্র চালাতে হচ্ছে। জুলাই আন্দোলনের পরে আর্মিরা বাড়িতে যদি সন্ত্রাসী হামলায় আহত হইত তাহলে আমরা মনকে বুঝ দিতে পারতাম যে একটা সন্ত্রাস মার খেয়েছে। যেমন নোয়াখালীতে ও যুবদলের যে আহত হয়েছে এখানকার যে চাঁদাবাজ বা চোরদের পিটানো হতো তারা অ্যারেস্ট হচ্ছে না।

যারা আগেও নির্যাতিত হয়েছে এখনো তারাই নির্যাতিত হচ্ছে ।এখন প্রশাসন ব্যবস্থার মধ্যে দীর্ঘ সময় ধরে যে স্ট্রাকচার তৈরি হয়েছে শেষে তারও পরিবর্তন হয়নি । এবং যে মানসিকতা তৈরি হয়েছে তারও কোন পরিবর্তন হয়নি । আর এটা পরিবর্তন করতে পারে নাই যারা এটার দায়িত্ব নিয়েছেন তারা ও পারেনি অনেকে।

আমি এক উপদেষ্টাকে চিনি যার সাথে আমার ২৮ জুলাই রাতের বেলা , আমি একটা অনলাইন  টকশোতে জয়েন করেছিলাম এবং কোথায় কোথায় উনাকে আমি বলেছিলাম যে স্যার কাল তো আমাদের  মার্চ ফর জাস্টিস কর্মসূচি  আছে আপনারা একটু আইসেন । উনি আমাকে মুখের উপরে বলেছেন ,আমাদের একটু পারিবারিক ঝামেলা আছে কালকে আমি যেতে পারব না পরে আসলেই উনি আর যায়নি। কিন্তু এখন উনি   উপদেষ্টা হবার পরে সকল রাষ্ট্রীয় সফরে এখন উনি উনার সন্তানকে সাথে সাথে রাখে।


 শিক্ষার্থীরা ডঃ মোহাম্মদ ইউনুস কে প্রধান উপদেষ্টা বানিয়েছে আগেও বলেছি এখনও বলছি যখন কথা হচ্ছিল আমাদের একটাই কথা প্রধান উপদেষ্টা হিসেবে থাকবে  ডক্টর মোহাম্মদ  ইউনুস তখন আমাদের মধ্যে অনেকেই বলেছেন প্রথম অপশন তো  ডঃ মুহাম্মদ ইউনুস অন্য কোন অপশন আছে কিনা? আমরা তখন ডিরেক্ট বলেছি আর কোন অপশন নেই।

 

সূত্র: বাংলা ভিশন টকশো

সাজিদ

সম্পর্কিত বিষয়:

×