ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ, যা বললেন হাসনাত

প্রকাশিত: ০০:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০১:০৭, ৩ ফেব্রুয়ারি ২০২৫

জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ, যা বললেন হাসনাত

ছবি: সংগৃহীত।

জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আহতদের একটি অংশ সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাস্তায় নেমেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা রাজধানীর পঙ্গু হাসপাতালের কাছে শিশুমেলায় বিক্ষোভ শুরু করে, যা দিনভর চলতে থাকে। সন্ধ্যার পর বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয়।

রাত ১২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেখানে উপস্থিত হয়ে আহত আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে আন্দোলনকারীদের একাংশ তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে তাকে ঘিরে ধরে। এ সময় অনেকে হাতে "সুচিকিৎসা অথবা আত্মহত্যা" লেখা প্ল্যাকার্ড ধরে রাখেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের অযোগ্যতা, ব্যর্থতা আছে। আপনি আমাকে গালাগাল করতে পারেন। তিনি আরও বলেন, আপনাদের ব্যবহার করে এখানে অনেকে স্বার্থ হাসিলের চেস্টা করছে। 

তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তা শঙ্কার কারণে হাসনাত আব্দুল্লাহকে স্থান ত্যাগ করতে বলা হয়।

আহত শিক্ষার্থীরা দাবি করেছেন, তাদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

সায়মা ইসলাম

×