ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

উপদেষ্টা হওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না: ফারুকী

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০০:০০, ৩ ফেব্রুয়ারি ২০২৫

উপদেষ্টা হওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না: ফারুকী

ছবিঃ সংগৃহীত

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, উপদেষ্টা হওয়ার কোনো ইচ্ছা বা পরিকল্পনা তাঁর ছিল না; বরং চাপে পড়ে এই দায়িত্ব নিতে হয়েছে। তিনি উল্লেখ করেন, তাঁর মূল কাজ হলো চলচ্চিত্র নির্মাণ। 

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুকী।  তবে উপদেষ্টা হওয়ার পর থেকে তিনি বিভিন্ন সমালোচনার মুখোমুখি হন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। 

ফারুকী জানান, দায়িত্ব নেওয়ার পর তিনি মন্ত্রণালয়ের সহকর্মীদের সঙ্গে মিলে কিছু দৃশ্যমান পরিবর্তন আনার চেষ্টা করছেন, যা স্বল্প ও দীর্ঘমেয়াদে সংস্কৃতি কর্মীদের উপকারে আসবে।

সূত্রঃ https://youtube.com/shorts/EziYEicEmic?si=7pGoHg4li5SBjqNl

জাফরান

×