ছবিঃ সংগৃহীত
রোববার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত এক কর্মশালায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । তিনি বলেন, "সংস্কারের আলোচনা দীর্ঘায়িত হলে স্বৈরাচার ফের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে।"
তিনি আরও বলেন, "যদি নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হয় এবং সংস্কার নিয়ে দীর্ঘ আলোচনা চলতে থাকে, তাহলে স্বৈরাচার আবার জনগণের ওপর চেপে বসার সুযোগ পাবে। বাংলাদেশের জনগণ অতীতে দল-মত নির্বিশেষে স্বৈরাচারকে বিতাড়িত করেছে, তাই এটি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।"
বিএনপি নেতা সমাজের বিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "সংস্কার নিয়ে আলোচনা দীর্ঘায়িত করা যাবে না। যত বেশি সময় নষ্ট হবে, দেশ তত সংকটে পড়বে এবং ষড়যন্ত্রকারীদের জন্য সুযোগ তৈরি হবে।" তিনি দ্রুত ও কার্যকর সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
জেআই