ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

শেখ পরিবারের বাংলাদেশে কোন ঠিকানা নেই, তাদের আসল ঠিকানা বিদেশে: মামুনুর রশিদ মামুন

নিজস্ব সংবাদদাতা, চাটখিল

প্রকাশিত: ২১:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:৩১, ২ ফেব্রুয়ারি ২০২৫

শেখ পরিবারের বাংলাদেশে কোন ঠিকানা নেই, তাদের আসল ঠিকানা বিদেশে: মামুনুর রশিদ মামুন

ছবি : সংগৃহীত

শেখ হাসিনা, শেখ হাসিনার ছেলে জয়, তার মেয়ে পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার ছেলে ববি, ববির বোন টিউলিপ এবং তাদের নাতি-পুতি জ্ঞাতি-গোষ্ঠী যা ছিল পুরো শেখ পরিবারের বাংলাদেশে কোন ঠিকানা নেই। এদের আসল ঠিকানা বিদেশে। তাহলে এরা কীভাবে বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক-রাজনৈতিক মুক্তির পক্ষে থাকবে?

প্রশ্ন রেখে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন বলেন, শেখ মুজিবের পরিবারকে আমরা বুঝতে ভুল করেছি, চিনতে ভুল করেছি এখানেই আমাদের জাতির ব্যর্থতা। 

রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের সামনে  অনুষ্ঠিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, “পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে তাদের প্রভু রাষ্ট্র। তারা  বিগত ১৭ বছর যাবত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক-অর্থনৈতিক অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে তথা প্রদেশে পরিণত করেছে। শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে লুটপাট করেছে। তিনি লক্ষ-লক্ষ, হাজার-হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন। পঁচাত্তরের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে তথা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা কয়েক দিনের মাথায় দেশি বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমানকে হত্যা করেছে। যে হত্যার সাথে সরাসরি শেখ হাসিনা এবং তার আরেক দোসর এরশাদ জড়িত ছিল।”

চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে উন্মুক্ত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ। উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম ও সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চাটখিল সরকারি কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন নয়ন, সৌদিআরব বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আল হেলাল মোল্লা, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইফুল আলম শিমুল প্রমুখ।

রুবেল হোসেন/মো. মহিউদ্দিন

×