ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

বর্তমান সরকার নয়, জনগণ ভোটদানের জন্য নিরপেক্ষ সরকার চায়: ব্যারিস্টার আশরাফুল

প্রকাশিত: ২১:৩২, ২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:৩৩, ২ ফেব্রুয়ারি ২০২৫

বর্তমান সরকার নয়, জনগণ ভোটদানের জন্য নিরপেক্ষ সরকার চায়: ব্যারিস্টার আশরাফুল

ছবি: সংগৃহীত

রাজনীতিবিদ ও আইনজীবি ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার সরকার এক সময় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, কিন্তু ক্ষমতায় আসার পর সেই তত্ত্বাবধায়ক সরকারকেই তিনি বাতিল করেছেন।এরপর, তার সরকারের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে প্রশাসনিক আমলাদের সমর্থন, যারা তাকে ক্ষমতায় বসিয়েছিল।

ব্যারিস্টার আশরাফুল ইসলাম মন্তব্য করেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে যে নিরপেক্ষ সরকারের প্রয়োজন ছিল, সেই বিষয়টি তার সরকারের অধীনে কখনোই প্রতিষ্ঠিত হয়নি।

তিনি আরও বলেন, আজ মানুষ একটি নিরপেক্ষ সরকার চায়, যেমনটা ২০০৭ সালের সাহাবুদ্দীন সরকার প্রতিষ্ঠিত করেছিল, যাতে জনগণ সঠিকভাবে ভোট দিতে পারে। বর্তমান সরকার জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল নয়, ফলে তারা রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে গেছে।

ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেন, যখন বিপ্লবী জুলাই আন্দোলনে বিপ্লবী গোষ্ঠী শেখ হাসিনাকে এবং তার সরকারের লোকজনকে তাড়িয়েছে, তখনও সরকার ক্ষমতায় থাকার জন্য প্রশাসনিক আমলাদের ওপর নির্ভর করছে। এই সরকারও তাদের দিয়েই ক্ষমতা চালাচ্ছে।

তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে, সঠিক পথেই দেশের জনগণ একটি নিরপেক্ষ সরকারের দাবি জানাচ্ছে, যাতে দেশে মুক্ত, সুষ্ঠু ও সঠিক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়। 

তৌহিদ

×