ছবিঃ সংগৃহীত
লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে লিফলেট বিতরণের সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জনতার ধাওয়ায় দুজনকে পিটুনির পর একজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চার শিক্ষার্থীর মামলায় গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হয়। একইসঙ্গে জামিনে থাকা কয়েকজন আসামিও আদালতে উপস্থিত হন।
হাজিরা শেষে বের হওয়ার সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এরপর জামিনে থাকা আসামি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহল আমিনের নেতৃত্বে কয়েকজন কর্মী লিফলেট বিতরণের চেষ্টা করলে উত্তেজিত জনতা তাদের ধাওয়া দেয় এবং হামলা চালায়। এতে দুজন আক্রান্ত হন, যাদের মধ্যে একজন পালিয়ে যান এবং অপরজনকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনার পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ল’ইয়ার্স কাউন্সিলের আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। সমাবেশে বক্তারা লিফলেট বিতরণের ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ জানান, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।