ছবিঃ জনকণ্ঠ
কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, নির্বাচনের জন্য ঘরে ঘরে যাচ্ছি। আপনারাও যাবেন। জনগণকে নির্বাচন মুখী করতে হবে। মানুষ এখনো বলে আমরা কি ভোট দিতে পারব? জিজ্ঞেস করলে কেন পারবেন না। বলে ২০১৪ সালে ভোট দিতে পারি নাই, ২০১৮ সালেও দিতে পারি নাই, ২০২৪ সালেও ভোট দিতে পারি নাই।
এখন আর দিতে পারব কিনা। এখন মানুষকে বুঝাতে হবে। স্বৈরাচার চলে গেছে। এখন স্বৈরাচার নেই। এখন আপনারা অবশ্যই আপনাদের ভোট প্রয়োগ করতে পারবেন। কাছেই আপনারা প্রস্তুতি নেন। নির্বাচনের তারিখ ঘোষণা হলে মাঠে নামবেন, ভোট চাইবেন। ভোটের দিনও আপনারা ভোট দিতে যাবেন। যাকে ইচ্ছে তাকে ভোট দিবেন। আপনার ভোট প্রয়োগের মাধ্যমেই আপনার পছন্দের মানুষ সেইদিন নির্বাচিত হবে। কেউ কোন কারচুপি করতে পারবেন না। স্বৈরাচার নেই কাজেই এখানে নিরপেক্ষ নির্বাচন হবে। এ আশ^াস দেয়ার জন্যই এখন প্রত্যেকেই এখন নির্বাচন মুখী হবেন। নির্বাচনে যাবেন। কারো কোন কথা শোনবেন না। আমাদের দলেও মধ্যেও কেউ যদি বিরোধ করতে চায় তাদেরকে আমি বলে রাখতে চাই, বিএনপি নির্বাচনমুখী দল। বিএনপি চাচ্ছে এখন নির্বাচন। আর আমরা এখন নির্বাচন শুরু করেছি আপনাদের গ্রাত্রগাহ হয় কেন? আপনারাও নির্বাচনে নামেন। বিএনপি’র পক্ষে ভোট চান।
রবিবার বিকেলে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের সময় তিনি এসব কথা বলেন। এ সময় কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সাইনবোর্ডের পাসপোর্ট অফিস থেকে সাইনবোর্ড মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মো. মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি ডি. এইচ. বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি এস, এম, আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জি. এম সাদরিল, সহ-সভাপতি মো. মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি মো. রওশন আলী, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন ও নারায়ণগঞ্জ তরুণ দলের সভাপতি টিএইচ তোফাসহ বিএনপি ও তার অঙ্গসংঠনের নেতাকর্মীরা।
জাফরান