ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

ফরিদপুরের সবকটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ১৮:৫০, ২ ফেব্রুয়ারি ২০২৫

ফরিদপুরের সবকটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী

ছবি: জনকণ্ঠ

ফরিদপুর  জেলার নয়টি উপজেলা নিয়ে চারটি সংসদীয় আসন। এর মধ্যে আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী এই তিন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসন, গ্রামে।নগরকান্দা ও সালথা উপজেলা দুটি নিয়ে ফরিদপুর-২ আসন, ফরিদপুর সদর উপজেলা নিয়ে ফরিদপুর-৩ ও ভাংঙা-সদরপুর- চরভদ্রাসন উপজেলা নিয়ে ফরিদপুর-৪ আসন। 


জামায়াতে  ইসলামী বাংলাদেশ ফরিদপুরের সবকটি  আসনের  প্রার্থী  চূড়ান্ত করেছে। ৪টি  আসনে প্রার্থী দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। ফরিদপুরের সবকটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।


ফরিদপুর-১  আসনে ঢাকা জেলা শাখার সুরা ও কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. ইলিয়াছ মোল্লাকে জামায়াতের প্রার্থী হিসেবে ঘোষণ করা হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান। তার বাড়ি মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কালপোহা গ্রামে।


ফরিদপুর-২ আসনে নগরকান্দা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহরাব হোসেনকে প্রার্থী করা হয়েছে। তিনি নগরকান্দার তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তার বাড়িও তালমা এলাকায়। তিনি এর আগে নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন।

ফরিদপুর-৩ আসনে জামায়াতের কেন্দ্রিয় সুরা সদস্য ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াবকে এই আসনে প্রার্থী করা হয়েছে । তিনি বোয়ালমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ। ফরিদপুর শহরের লক্ষীপুরের বাসিন্দা। আব্দুত তওয়াব এর আগে ফরিদপুর পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন।

ফরিদপুর-৪ আসনে ভাংঙা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সরোয়ার হোসেন কে প্রার্থী করা হয়েছে। তিনি ভাংঙা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। তার বাড়ি  ভাংগা থানার মালিগ্রাম ইউনিয়নের পাঁচকুল গ্রামে। তিনি তারাইল আলীম মাদ্রাসার শিক্ষক।

শিহাব

×